বিভিন্ন জাতের গাপ্পি মাছের দাম এবং চেনার উপায় জেনে নিন

বিভিন্ন জাতের গাপ্পি মাছের দাম এবং চেনার উপায় জেনে নিন

মূল্য নির্ধারণের ভিত্তি

গাপ্পি মাছের দাম কয়েকটি ফ্যাক্টরের উপর নির্ভর করে যেমনঃ
১) গাপ্পি মাছের বয়স
২) গাপ্পি মাছের শরীর, পাখনা ও লেজের রং
৩) বর্তমান উৎপাদন হার
৪) দেশী / আমদানি করা

উপরোক্ত এই কয়েকটি বিষয়ের উপর ভিত্তি করে সাধারণত গাপ্পি মাছের দাম নির্ধারণ করা হয়।যে গাপ্পি মাছের উৎপাদন বেশী সেই জাতের দাম এমনিই কমে যায়।
এখানে বর্তমানে চাহিদা বেশী এমন কয়েক জাতের গাপ্পি মাছ চেনার উপায় এবং সেপ্টেম্বর’২০২২ সময়কালে এদের খুচরা বাজারমূল্য তুলে ধরা হলো-

আরোও পড়ুনঃ গাপ্পি মাছের খাদ্য উপাদান কি হবে তা জেনে নিন

ব্ল্যাক মস্কো গাপ্পি মাছ

ছবিঃ ব্ল্যাক গাপ্পি

চেনার উপায়

  • ব্ল্যাক মস্কো গাপ্পির পুরুষ সদস্যদের গায়ের রং গাঢ় কালো হলেও মহিলাদের রঙ হয় হালকা কালো।
  • পুরুষ মাছগুলো আকারে ৩.৪-৩.৮ সেমি হয় অন্যদিকে মহিলা ব্ল্যাক মস্কো আকারে হয় ৪.৫-৫ সেমি হয়।

দাম

  • বর্তমান সময়ে ব্ল্যাক মস্কো গাপ্পি মাছের জোড়া ৪০০-৫০০ টাকায় বিক্রি হয়।
  • তবে বাইরের দেশ থেকে এক্সপোর্ট করা হলে দাম আরেকটু বাড়তে পারে।
বিভিন্ন জাতের গাপ্পি মাছের দাম

আরোও পড়ুনঃ একুরিয়ামের মাছের যত্ন কিভাবে নিতে হবে জেনে নিন

ফুল হোয়াইট  গাপ্পি মাছ

ছবিঃ ফুল হোয়াইট গাপ্পি মাছ

চেনার উপায়

  • ফুল হোয়াইট গাপ্পি মাছের মেল ও ফিমেল উভয়েরই পুরো শরীর সাদা হয়।
  • কানকোগুলো ছোট হয়।
  • মেল ফুল হোয়াইট গাপ্পি মাছ ৩.৫-৪ সেমি এবং ফিমেলগুলো ৫.৫-৬ সেমি হয়।

দাম

  • ফুল হোয়াইট  গাপ্পি বাংলাদেশে কম পাওয়া যায় তাই ইন্দোনেশিয়া বা থাইল্যন্ড হতে এক্সপোর্ট করতে হয় যার ফলে দাম তূলনামূলকভাবে বেশী।
  • এই জাতের এক জোড়া মাছের বর্তমান বাজারমূল্য ৫৫০-৭০০ টাকা।

আরোও পড়ুনঃ গাপ্পি মাছের বিভিন্ন রোগ ও প্রতিকার

রেড টেইল প্লাটিনাম গাপ্পি মাছ

রেড টেইল প্লাটিনাম গাপ্পি মাছের দাম
ছবিঃ রেড টেইল প্লাটিনাম গাপ্পি মাছ

চেনার উপায়

  • রেড টেইল প্লাটিনাম নাম থেকেই  বোঝা যায় এই মাছের লেজ হবে লাল রঙের।
  • এই জাতের গাপ্পি মাছের লেজসহ শরীরের কিছু অংশ লাল হয় এবং বাকী অংশ হয় প্লাটিনাম কালারের।
  • কানকোগুলো অনেক বড় বড় হয় এবং উজ্জল রঙের।
  • রেড টেইল প্লাটিনামের মেল মাছ ৪-৪.৫ সে.মি এবং ফিমেল মাছ ৪-৫ সেমি হয়।

দাম

  • রেড টেইল প্লাটিনাম গাপ্পি মাছের পূর্ণ বয়স্ক এক জোড়া আপনি ৪৫০-৫০০ টাকায় নিতে পারবেন তবে কোয়ালিটি ও সাইজ বুঝে।

আরোও পড়ুনঃ বিভিন্ন জাতের গোল্ডফিসের দাম জানুন

অ্যালবিনো কই গাপ্পি মাছ

ছবিঃ অ্যালবিনো কৈ গাপ্পি/ guppyexpert

চেনার উপায়

  • অ্যালবিনো কই গাপ্পি দেখতে অনেকটা লাল- সাদার মিশ্রণ।
  • মাথার লালটুকু দেখতে ক্যাপের মতো।
  • শরীরে সাদার আবরণও লক্ষণীয়।

দাম

  • অ্যালবিনো কই গাপ্পি মাছ এর এক জোড়ার বাজারমূল্য মাসকয়েক আগেও ১২০০-১৩০০ টাকায় কেনা লাগতো।
  • বর্তমানে উৎপাদন বেড়ে যাওয়ায় এর বাজার মূল্য এসে দাড়িয়েছে  জোড়া ৬০০-৮০০ টাকায়।

আরোও পড়ুনঃ গাপ্পি মাছের বিভিন্ন রোগ সমূহের বিষয়ে জানতে পড়ুন

কৈ টক্সিডো গাপ্পি মাছ

ছবিঃ কৈ টক্সিডো গাপ্পি/guppyexpert

চেনার উপায়

  • কৈ টক্সিডো গাপ্পি মাছ দেখতে খয়েরী সাদার মিশ্রণ।
  • মেল কৈ টক্সিডো মাছ আকারে ফিমেল মাছের চেয়ে ছোট তবে সৌন্দর্যে সেরা।

দাম

  • কই টক্সিডো গাপ্পি এর এক জোড়ার বর্তমান বাজারমূল্য ৩০০-৪০০ টাকা।

আরোও পড়ুনঃ গোল্ডফিশ এর বিষয়ে সকল অজানা তথ্য জানুন

ইয়েলো গাপ্পি মাছ

ছবিঃ ইয়েলো গাপ্পি/guppyexpert

চেনার উপায়

  • ইয়েলো গাপ্পি দেখতে অনেকটা চিকন, চ্যাপ্টা ও সরু হয়।
  • লেজ ত্রিভুজ আকৃতির হয়।
  • মেল ইয়েলো গাপ্পি মাছ ২.৮-৩ সেমি এবং ফিমেল মাছগুলো ৪-৫ সেমি হয়।

দাম

  • ইয়েলো গাপ্পি মাছের এক জোড়ার বাজারমূল্য ৪০০-৫০০।
  • বর্তমান সময়ে এর চাহিদা বেশী তবে উৎপাদন কম তাই বাজারে কম পাওয়া যায়।

ফুলরেড গাপ্পি মাছ

ফুল রেড গাপ্পি মাছের দাম
ছবিঃ ফুল রেড গাপ্পি মাছ

চেনার উপায়

  • ফুল রেড গাপ্পি পুরো শরীর লাল হয়।
  • মেলগুলোর কালার উজ্জল লাল হলেও ফিমেলগুলোর রং হালকা লাল হয়।
  • মেল মাছগুলো ২.৮-৩ সেমি এবং ফিমেলগুলো ৪.৮-৫ সেমি হয়।

দাম

  • বাংলাদেশে বর্তমানে এদের খুব বেশী পাওয়া যায় তাই এর দাম ২০০-৩০০ এর মাঝেই থাকে।

কোবরা গাপ্পি মাছ

ছবিঃ কোবরা গাপ্পি/guppyexpert

চেনার উপায়

  • কোবরা গাপ্পির শরীরের ডোরাকাটা রঙের জন্য এদের কোবরা গাপ্পি বলা হয়।
  • এই জাতের গাপ্পি আকারে ছোট হয়।
  • কানকোগুলোও ছোট।
  • আকারে মেলগুলো হয় ৩ সেমি ও ফিমেলগুলো ৫ সেমি।

দাম

  • কোবরা গাপ্পি মাছের বাজারমূল্য তূলনামূলক বেশী কেননা এর চাহিদা একটু বেশী।
  • কোবরা গাপ্পির বর্তমান বাজারমূল্য জোড়াপ্রতি ৩০০-৪০০ টাকা।

আরোও পড়ুনঃ টাইগার বার্ব মাছ পালনের সকল তথ্য জানুন

রেড ড্রাগন (ডাম্বো মোজাইক)

ছবিঃ রেড ড্রাগন গাপ্পি/ guppyexpert

চেনার উপায়

  • রেড ড্রাগন গাপ্পি মাছ অনেকটা মোটাতাজা হয়।
  • লেজ ও পাখনা অনেকটা বিস্তৃত থাকে।
  • শরীরের রং লালচে খয়েরি।
  • মেল রেড ড্রাগন মাছ ৪-৪.৫ সেমি এবং ফিমেলগুলো ৫.৫-৬ সেমি হয়।

দাম

  • বর্তমান বাজারে এক জোড়া রেড ড্রাগন গাপ্পি মাছের বাজারমূল্য ৩০০-৪০০ টাকা

আরোও পড়ুনঃ নতুন অবস্থায় একুরিয়ামের মাছ কেন মারা যায়? পানি কেন ঘোলা হয়?

মিক্স গাপ্পি

মিক্স গাপ্পি মাছের দাম
ছবিঃ মিক্স গাপ্পি মাছ

চেনার উপায়

  • মিক্স গাপ্পি মূলত কয়েক প্রজাতির গাপ্পি মাছের সংকর জাত।
  • এই জাতের মাছের রঙ বৈচিত্র্যময় হয়।
  • মেল জাতগুলো ফিমেলের চেয়ে বেশী আকর্ষণীয়।

দাম

  • মিক্স গাপ্পির চাহিদাও যেমন তেমনি এর উৎপাদনের হারও অনেক বেশী তাই এর বাজারমূল্য ৩০-৪০ টাকা

গ্রীণ কোবরা গাপ্পি মাছ

চেনার উপায়

  • গ্রীণ কোবরা গাপ্পি মাছের শরীরে ডোরাকাটা থাকে।
  • রঙ কালো খয়েরী ও সবুজ এর মিশ্রণ।

দাম

  • গ্রীণ কোবরা গাপ্পির বর্তমান এক জোড়া আপনি ১৫০-২০০ টাকায় নিতে পারবেন।

আজ এই পর্যন্তই। আরো কোনো মাছ বিষয়ে জানতে চাইলে মেইল করুন.

আমাদের এফবি পেইজঃ Animalia BD

বাংলাদেশের বিভিন্ন জাতের সুন্দর ও বিষধর সাপ সম্পর্কে জানতে চাইলে ভিজিট করুন

আরোও পড়ুন

Summary
বিভিন্ন জাতের গাপ্পি মাছের দাম
Article Name
বিভিন্ন জাতের গাপ্পি মাছের দাম
Description
বিভিন্ন জাতের গাপ্পি মাছের দাম জেনে বাজারে যান,ঠকার হাত থেকে বাচুন।পাশাপাশি কোন জাতের গাপ্পি মাছে দেখতে কেমন তাও জেনে নিন
Author
Publisher Name
Animalia BD
Publisher Logo

Leave a Comment

Fast & Free Delivery
Safe & Secure Payment
100% Money Back Guarantee
X