গোল্ডফিশের দাম ও চেনার উপায়

গোল্ডফিশের দাম ও চেনার উপায়

সূচিপত্র

গোল্ডফিশ

গোল্ডফিশ একটি মিঠা পানির বুদ্ধিমান মাছ। এর স্মৃতিশক্তি ১-৩ মাস পর্যন্ত হয়ে থাকে। গোল্ডফিশ এর উৎপত্তি চদন ও পূর্ব এশিয়ায় হলেও বর্তমানে সারা পৃথিবীতে পাওয়া যায় এবং সৌন্দর্যবর্ধন এর জন্য চাহিদাও অনেক। আজকে আমরা সকল জাতের গোল্ডফিশের দাম এবং ছবিসহ তাদেরকে চেনার উপায় জানবো-

গোল্ডফিশের প্রকারভেদ

গোল্ডফিসের আকার, আকৃতি, শরীরে বিভিন্ন রঙের বিন্যাস, পাখনা ও লেজের গঠন, রঙ ও বিন্যাসের উপর ভিত্তি করে প্রায় ২৫-৩০ টি জাতের আওতাভুক্ত করা হয়েছে। যা দুই ভাগে বিভক্ত –

এক লেজ বিশিষ্ট গোল্ডফিশ ( Single Tailed Goldfish)

কমন গোল্ডফিশ, শুবানকিন গোল্ডফিশ, লন্ডন শুবানকিন গোল্ডফিশ, আমেরিকান শুবানকিন গোল্ডফিশ, ব্রিস্টল শুবানকিন গোল্ডফিশ, কমেট গোল্ডফিশ, নিম্ফ গোল্ডফিশ ইত্যাদি।

দুই লেজ বিশিষ্ট গোল্ডফিশ ( Double Tailed Goldfish)

ওয়াকিন গোল্ডফিশ, জিকিন গোল্ডফিশ, রিউকিন গোল্ডফিশ, ফ্যানটেইল গোল্ডফিশ, টেলিস্কোপ গোল্ডফিশ, ব্ল্যাক মুর গোল্ডফিশ, টোসাকিন গোল্ডফিশ, পার্লস্কেল গোল্ডফিশ, ভেইলটেইল গোল্ডফিশ, কার্লড গিল গোল্ডফিশ, এগ গোল্ডফিশ, লায়নহেড গোল্ডফিশ, রাঞ্চু গোল্ডফিশ, পমপম গোল্ডফিশ, সেলেস্টিয়াল গোল্ডফিশ, বাবল আই গোল্ডফিশ ইত্যাদি।

একুরিয়াম ফিসের দাম নির্ধারণের ভিত্তি

একুরিয়াম ফিসের দাম কয়েকটি বিষয়ের উপর ভিত্তি করে  নির্ধারণ করা হয়। এর একটি পরিবর্তিত হলেও মাছের দামের পরিবর্তন ঘটে। দাম নির্ধারণের বিষয়গুলো হলো-

  • মাছের বয়স।
  • মাছের শরীর, পাখনা ও লেজের রং।
  • মাছের উৎপাদন হার।
  • মাছের ফ্রাই দেশে ব্রীড করা  নাকি আমদানি করা

এই কয়েকটি বিষয়ের উপর নির্ভর করে গোল্ডফিশের দামও নির্ধারিত হয়।বর্তমান সময়ে একুরিয়াম সাজানোর জন্য সর্বাধিক চাহিদাসম্পন্ন এই গোল্ডফিশের দাম ও সকল জাত কিভাবে চিনবেন তা ছবিসহ জেনে নিবো আজকের এই লেখনীতে-
এখানে দেওয়া গোল্ডফিশের দাম গুলো অক্টোবর’২০২২ এর গোল্ডফিশের খুচরা বাজারমূল্য অনুযায়ী সাজানো।

আরোও পড়ুনঃ গোল্ডফিশ সম্পর্কে বিস্তারিত জানুন

সকল প্রকার গোল্ডফিশের দাম ও চেনার উপায়

এখানে ২৪ টি গোল্ডফিশের জাত সম্পর্কে আলোচনা করা হয়েছে।

বিভিন্ন জাতের গোল্ডফিশের দাম

কমন গোল্ডফিশ (Common Goldfish)

গোল্ডফিশের দাম
কমন গোল্ডফিশ
  • কমন গোল্ডফিশ (Common Goldfish) যা একটি এক লেজ বিশিষ্ট গোল্ডফিশ এবং এর রঙ বৈচিত্র্যময়তা অনেক বেশী।
  • এদের সোনালি, লাল, কমলা, সাদা, কালো, কমলা, হলুদ কিংবা এর সমন্বয়ে যে কোনো রঙের হয়ে থাকে।

দাম

কমন গোল্ডফিশের দাম জোড়া ৪০০-৫০০ টাকা

আরোও পড়ুনঃ বিভিন্ন জাতের গাপ্পি মাছের দাম

শুবানকিন গোল্ডফিশ (Shubunkin Goldfish)

গোল্ডফিশ চেনার উপায়
ছবিঃ শুবানকিন গোল্ডফিশ

  • শুবানকিন জাতের গোল্ডফিশ এক লেজ বিশিষ্ট।
  • এদের শরীরে মুক্তার ন্যায় আঁইশ ও লাল, সাদা, নীল, কমলা, চকোলেট সহ কয়েকটি রঙের একটি প্যাটার্ন থাকে যা ক্যালিকো নামে পরিচিত।
  • একুরিয়াম ফিশ হিসাবে শুবানকিন ৫ থেকে ৮ ইঞ্চি পর্যন্ত হতে পারে।

দাম

পূর্ণবয়স্ক শুবানকিন গোল্ডফিশের দাম জোড়াপ্রতি ৪০০-৬৫০ টাকা

লন্ডন শুবানকিন (London Shubunkin)

গোল্ডফিশের দাম
ছবিঃ লন্ডন শুবানকিন গোল্ডফিশ
  • লন্ডন শুবানকিন মাছ এর রঙের প্যাটার্ন অনেকটা কমন  গোল্ডফিশের মত।
  • এই মাছ দেখতে গোলাকার ও মোটাতাজা হয়।
  • এদের পাখনা ছোট হয়।

দাম

লন্ডন শুবানকিন গোল্ডফিশের দাম জোড়াপ্রতি ২০০-৪০০ টাকা।

আরোও পড়ুনঃ গাপ্পি ও বাচ্চা গাপ্পি মাছের খাবার

আমেরিকান শুবানকিন (American Shubunkin)

গোল্ডফিশ চেনার উপায়
ছবিঃ আমেরিকান শুবানকিন গোল্ডফিশ
  • আমেরিকান শুবানকিন গোল্ডফিশ দেখতে লন্ডন শুবানকিন মাছের অনুরূপ।
  • এরা লম্বাকৃতির মাছ এবং লেজ ছড়ানো হয়।
  • আমেরিকান শুবানকিনের শরীরের রং লাল, কালো, সাদা, সোনালী এবং এর সমন্বয় হতে পারে।
  • এরা লম্বায় ০৫ থেকে ০৭ ইঞ্চি হতে পারে।

দাম

আমেরিকান শুবানকিন গোল্ডফিশের দাম জোড়াপ্রতি ৩০০-৪০০ টাকা।

ব্রিস্টল শুবানকিন ( Bristle Shubunkin)

গোল্ডফিশের দাম
ছবিঃ ব্রিস্টল শুবানকিন গোল্ডফিশ
  • ব্রিস্টল শুবানকিন গোল্ডফিশ একটি মাঝারি আকারের গোল্ডফিশ।
  • ব্রিস্টল গোল্ডফিশ দেখতে গোলাকার। এর পাখনাও মাঝারি সাইজের হয়।
  • এদের শরীরে সাদা, লাল, কালো, চকোলেট কিংবা এর সমন্বয়ের রঙ হয়।
  • একুরিয়ামে এরা ৫ থেকে ৬ ইঞ্চি পর্যন্ত হতে পারে।

দাম

ব্রিস্টল শুবানকিন গোল্ডফিশের দাম জোড়াপ্রতি ৬০০-১০০০ টাকা।

আরোও পড়ুনঃ গাপ্পি মাছের বিভিন্ন রোগ ও চিকিৎসা

কমেট গোল্ডফিশ (Comet Goldfish)

গোল্ডফিশের দাম
ছবিঃ কমেট গোল্ডফিশ
  • কমেট গোল্ডফিশ একটি এক লেজ বিশিষ্ট গোল্ডফিশ যা কমন গোল্ডফিশের অনুরূপ।
  • তবে কমেট গোল্ডফিশ সামান্য ছোট,  পাতলা গড়ন এবং প্রধানত এর লম্বা, গভীর কাঁটাযুক্ত লেজ এর জন্য কমন গোল্ডফিশ থেকে ভিন্ন হয়।
  • এদের শরীরের রং কমলা, হলুদ, লাল, সাদা, কালো ও ধাতব রঙের যেকোনো দুটির সংমিশ্রণ হয়ে থাকে।

দাম

কমেট গোল্ডফিশের দাম জোড়াপ্রতি ৪০০-৬০০ টাকা।

নিম্ফ গোল্ডফিশ ( Nymph Goldfish)

গোল্ডফিশের দাম
ছবিঃ নিম্ফ গোল্ডফিশ
  • নিম্ফ গোল্ডফিশ হল একটি সংকর (Mix) জাতের গোল্ডফিশ যা রিউকিন, ফ্যানটেইল কিংবা ভেইলটেইল জাতের সাথে ফ্যান্সি গোল্ডফিশের প্রজননের মাধ্যমে তৈরী হয়।
  • নিম্ফ গোল্ডফিশগুলো দেখতে ফ্যানটেইল বা ভেইলটেইল গোল্ডফিশের মত দেখতে হলেও এদের শুধুমাত্র একটি কডাল ও এনাল ফিন থাকে।
  • এই জাতের গোল্ডফিশ খুবই শান্তিপূর্ণ ও সামাজিক হয়ে থাকে।
  • নিম্ফ গোল্ডফিশ এর আয়ুষ্কাল ১০-১৪ বছর হয় এবং এরা প্রায় ১২ ইঞ্চি পর্যন্ত লম্বা হতে পারে।
  • নিম্ফ গোল্ডফিশ একটি দ্রুত ও ভালো মানের সাঁতারু মাছ যা খুব শীতের মধ্যেও বহু বছর একুরিয়ামের পাশাপাশি পুকুরের পানিতেও বাঁচতে পারে।

দাম

নিম্ফ গোল্ডফিশের দাম জোড়াপ্রতি ৪০০-৫০০ টাকা।

আরোও পড়ুনঃ গাপ্পি মাছের প্রজনন পদ্ধতি

ওয়াকিন গোল্ডফিশ (Wakin Goldfish)

গোল্ডফিশ চেনার উপায়
ছবিঃ ওয়াকিন গোল্ডফিশ
  • ওয়াকিন গোল্ডফিশ ( Wakin Goldfish)  একটি দুই লেজবিশিষ্ট  গোল্ডফিশ যা সকল ফ্যান্সি জাতের গোল্ডফিশের ( যেমনঃ রিউকিন, জিকিন, ওরান্ডা, ফ্যানটেইল, পার্লস্কেল প্রভৃতি)  পূর্বপুরুষ হিসেবে বিবেচিত।
  • একসময় যুক্তরাষ্ট্রে খুব বেশী পাওয়া গেলেও বর্তমানে আমেরিকার চেয়ে এশিয়ান দেশগুলিতে এর আধিক্য বেশী।
  • এদের রঙের প্যাটার্ণ দেখে কমন গোল্ডফিশ এর মত লাগলেও এদের দীর্ঘ দুই লেজ দ্বারা এদের শনাক্ত করা যায়।
  • ওয়াকিন গোল্ডফিশের শরীরের রঙ লাল, কমলা, সাদা, কালোর সমন্বয় হয়।

দাম

ওয়াকিন গোল্ডফিশের দাম জোড়াপ্রতি ৫০০-৭৫০ টাকা।

জিকিন গোল্ডফিশ (Jikin Goldfish)

গোল্ডফিশের দাম
ছবিঃ জিকিন গোল্ডফিশ
  • জিকিন গোল্ডফিশ ফ্যান্সি জাতের দুই লেজবিশিষ্ট একুরিয়াম ফিশ যার শারীরিক গঠন ওয়াকিন (Wakin) গোল্ডফিশের মতো এবং এর কাঁধে রিউকিন (Ryukin) গোল্ডফিশের ন্যায় কুজ থাকে।
  • এদের কডাল ফিন ও এনালফিন চওড়া হয়। শরীরের পেছন থেকে দেখলে তাদের লেজ ইংরেজি অক্ষর এক্স (X) এর মতো দেখায়। এরা একুরিয়াম ফিস হিসাবে ৮-১০ ইঞ্চি পর্যন্ত হয়।
  • জিকিন গোল্ডফিশের শরীরে যে রঙের প্যাটার্ণ থাকে তাকে বলা হয় ” লাল রঙের বারো টি বিন্দু” অর্থাৎ শরীরের আইশ সাদা রঙের হলেও পাখনা, লেজ, ঠোঁট, কানকো এগুলিতে থাকবে লাল রঙের ছোঁয়া। এমন রঙবিন্যাসের জন্য এরা “ময়ূর গোল্ডফিশ” নামেও পরিচিত।
  • জাপানে এই মাছকে “জাতীয় সম্পদ” হিসেবে বিবেচনা করা হয়।

দাম

জিকিন গোল্ডফিশের দাম জোড়াপ্রতি ১০০০-২৫০০ টাকা।

আরোও পড়ুনঃ একুরিয়ামের মাছের যত্ন

রিউকিন গোল্ডফিশ (Ryukin Goldfish)

গোল্ডফিশ চেনার উপায়
ছবিঃ রিউকিন গোল্ডফিশ
  • রিউকিন একটি অভিনব জাতের গোল্ডফিশ যা দেখতে ছোট ও ডিম্বাকৃতির হয় অর্থাৎ এদের শরীর ডিম্বাকৃতির হয়।
  • এই মাছের কাঁধে একটি কুঁজ থাকে যা দেখে এই মাছকে সহজেই শনাক্ত করা যায়।
  • রিউকিন গোল্ডফিশ সাদা, লাল, খয়েরি, চকোলেট এবং এর সমন্বয়ে যেকোনো রঙের হয়।

দাম

রিউকিন গোল্ডফিশের দাম জোড়াপ্রতি ১৫০০-৩০০০ টাকা।

ফ্যানটেইল গোল্ডফিশ (Fantail Goldfish)

গোল্ডফিশের দাম
ছবিঃ ফ্যানটেইল গোল্ডফিশ
  • রিউকিনের একটি পশ্চিমা জাত হলো ফ্যানটেইল গোল্ডফিশ তাই একে ইউরোপীয় রিউকিন নামেও ডাকা হয়।
  • রিউকিন (Ryukin) গোল্ডফিশের ন্যায় এদের শরীর ডিম্বাকৃতির হয়, একটি উচ্চ পৃষ্ঠীয় পাখনা (Dorsal fin), একটি লম্বা চতুর্গুণ পুচ্ছ পাখনা (Caudal fin) থাকে, তবে রিউকিনের মতো এদের কাঁধের কুঁজ থাকেনা।
  • এদের লেজ ফ্যানের মতো দেখতে হওয়ায় এদের ফ্যানটেইল গোল্ডফিশ বলে।
  • এই জাতের গোল্ডফিশের রং সাদা, কালো, লাল, কমলা, হলুদ কিংবা এর সংমিশ্রণের রঙ হয়ে থাকে।

দাম

ফ্যানটেইল গোল্ডফিশের দাম জোড়াপ্রতি ৪০০-৬০০ টাকা।

টেলিস্কোপ গোল্ডফিশ (Telescope Goldfish)

গোল্ডফিশ চেনার উপায়
ছবিঃ টেলিস্কোপ গোল্ডফিশ
  • টেলিস্কোপ গোল্ডফিশ হল একটি ডিম আকৃতির গোল্ডফিশ যা দেখতে ফ্যানটেইল গোল্ডফিশের মতো। টেলিস্কোপ গোল্ডফিশের চোখগুলো টেলিস্কোপের ন্যায় বাইরের দিকে বেরিয়ে থাকে।
  • টেলিস্কোপ গোল্ডফিশের শরীরের রঙের মধ্যে রয়েছে নিরেট সাদা, লাল, নীল বা চকোলেট; দ্বি-রঙের লাল এবং সাদা বা কালো এবং সাদা বা ত্রি-রঙের/ক্যালিকো।
  • এই জাতের গোল্ডফিশের দেহ ছোট এবং চাপা হলেও মাথাটি খুব চওড়া হয়। এদের একটি বিভক্ত মাঝারি দৈর্ঘ্যের এবং সামান্য কাঁটাযুক্ত পুচ্ছ পাখনা ( কডাল ফিন ) থাকে।
  • টেলিস্কোপ গোল্ডফিশের আয়ুষ্কাল ১০-১৫ বছর এবং দৈর্ঘ্যে ৫-১০ ইঞ্চি পর্যন্ত হয়।
  • এদের রঙ বৈচিত্র্যে আরোও তিনটি জাত পাওয়া যায়  যা হলো কালো টেলিস্কোপ (Black Telescope) গোল্ডফিশ, সাদা টেলিস্কোপ গোল্ডফিশ (White Telescope) ও পান্ডা টেলিস্কোপ (Panda Telescope) গোল্ডফিশ।

দাম

টেলিস্কোপ গোল্ডফিশের দাম জোড়াপ্রতি ৪০০-৬০০ টাকা।

আরোও পড়ুনঃ একুরিয়ামের মাছের রোগ ও চিকিৎসা

ব্ল্যাক মুর গোল্ডফিশ (Black Goldfish)

গোল্ডফিশ চেনার উপায়
ছবিঃ ব্ল্যাক মুর গোল্ডফিশ
  • ব্ল্যাক মুর গোল্ডফিশ হলো প্রকৃতপক্ষে টেলিস্কোপ গোল্ডফিশের একটি কালো রঙের জাত।
  • টেলিস্কোপ গোল্ডফিশসহ অন্যান্য গোল্ডফিশের রঙ কমলা, সাদা বা লাল হলেও ব্ল্যাক মুর গোল্ডফিশের রঙ নিরেট কালো যা এটিকে অ্যাকোয়ারিস্টদের মধ্যে জনপ্রিয় গোল্ডফিশ করে তুলেছে।
  • ব্ল্যাক মুর গোল্ডফিশ অত্যান্ত শান্তিপূর্ণ এবং লো-মেইনটেইনেন্স মাছ।
  • ব্ল্যাক মুর গোল্ডফিশ এর জীবনকাল ১০-১৫ বছর হয় এবং দৈর্ঘ্যে ৬-৮ ইঞ্চি পর্যন্ত হয়।

দাম

ব্ল্যাক মুর গোল্ডফিশের দাম জোড়াপ্রতি ৩৫০-৫০০ টাকা।

টোসাকিন গোল্ডফিশ ( Tosakin Goldfish)

গোল্ডফিশের দাম
ছবিঃ টোসাকিন গোল্ডফিশ
  • টোসাকিন গোল্ডফিশ হলো জনপ্রিয় ফ্যানটেইল গোল্ডফিশের একটি খুবই বিরল প্রজাতি।
  • টোসাকিনকে একটি “টপ-ভিউ” গোল্ডফিশ হিসেবে বিবেচনা করা হয় এবং এটিকে সাধারণত গোলাকৃতির ছোট একুরিয়ামে রাখা হয় যা উপরে থেকে দেখা যায়।কেননা উপরে থেকে মাছটির ছোট মাথা এবং ছড়ানো, গোলাকার শরীরের অংশসহ সহ, সমতল ও অর্ধবৃত্তাকার লেজটি সুন্দর ভাবে দেখা যায়।
  • টোসাকিন গোল্ডফিশ খুবই সামাজিক এবং বন্ধুত্বপূর্ণ হয়।সহজেই একুরিয়ামের অন্যান্য মাছদের সাথে মানিয়ে নিতে পারে।
  • এই জাতের গোল্ডফিশের রঙ এর সাধারণত কমলা; কমলা এবং সাদা; লাল; লাল এবং সাদা; হলুদ, ক্যালিকো, কালো এর সংমিশ্রণ হয়ে থাকে।
  • টোসাকিনের জীবনকাল ১০-১৫ বছর এবং এর আকার সর্বোচ্চ 6 ইঞ্চি হয়।

দাম

টোসাকিন গোল্ডফিশের দাম জোড়াপ্রতি ১০০০-১৫০০ টাকা।

আরোও পড়ুনঃ টাইগার বার্ব মাছের খাবার ও প্রজনন

পার্লস্কেল গোল্ডফিশ (Pearlscale Goldfish)

গোল্ডফিশ চেনার উপায়
ছবিঃ পার্লস্কেল গোল্ডফিশ
  • পার্লস্কেল গোল্ডফিশ হলো গোলাকৃতির দেহের ফ্যান্সি জাতের গোল্ডফিশ।
  • এই জাতের গোল্ডফিশের পেট অনেকটা কমলা ফলের আকৃতির হয়।মাছের বয়স বাড়ার সাথে সাথে গোলাকার পেট এবং পুঁতির মত আঁশ তৈরি হয়।
  • পার্লস্কেল গোল্ডফিশের পৃষ্ঠীয় পাখনা একক হলেও বাকি পাখনাগুলো জোড়ায় জোড়ায় থাকে এবং লেজ কাঁটাযুক্ত হয়।
  • এই জাতের গোল্ডফিশ কমলা, লাল, সাদা, কালো বা নীল; চকোলেট ব্রাউন; ক্যালিকো এবং দ্বি রঙের হয়ে থাকে।
  • পার্লস্কেল গোল্ডফিশের জীবনকাল ৫-১০ বছর এবং আকারে ৬-৮ ইঞ্চি পর্যন্ত হয়।

দাম

পার্লস্কেল গোল্ডফিশের দাম জোড়াপ্রতি ৭০০-৮০০ টাকা।

ওরান্ডা গোল্ডফিশ ( Oranda Goldfish)

গোল্ডফিশের দাম
ছবিঃ ওরান্ডা গোল্ডফিশ
  • ওরান্ডা গোল্ডফিশ হল সর্বাধিক জনপ্রিয় জাতের একটি গোল্ডফিশ যা নির্বাচনী প্রজননের মাধ্যমে তৈরী এবং দেখতে অনেকটা কমন গোল্ডফিশের মতো।
  • এই জাতের গোল্ডফিশের মাথায় একটি মাংসল টুপি আছে; মাছটির মাথার এই মাংসল টুপি এবং শরীরের বৈচিত্র্যময় রঙবিন্যাস মাছটিকে একোয়ারিস্টদের কাছে জনপ্রিয় করে তুলেছে।
  • ওরান্ডা গোল্ডফিশ কমলা, লাল, লাল-সাদা, লাল-কালো, কালো, নীল, চকোলেট, ব্রোঞ্জ, সাদা বা রূপালী, কালো-সাদা, লাল-কালো-সাদা এবং ক্যালিকো রঙের হয়ে থাকে।
  • ওরান্ডা গোল্ডফিশের জীবনকাল ১৪-১৫ বছর হয় এবং এরা পূর্ণবয়স্ক অবস্থায় ৮-৯ ইঞ্চি পর্যন্ত লম্বা হয়।
  • ওরান্ডা খুবই শান্তিপূর্ণ মাছ এবং একই আকারের অন্যান্য মাছের সাথে একুরিয়ামে খুব ভালোভাবে মানিয়ে চলে।

দাম

ওরান্ডা গোল্ডফিশের দাম জোড়াপ্রতি ৩০০-১০০০ টাকা।

ভেইলটেইল গোল্ডফিশ ( Veiltail Goldfish)

গোল্ডফিশ চেনার উপায়
ছবিঃ ভেইলটেইল গোল্ডফিশ
  • ভেইলটেইল গোল্ডফিশ দেখতে অনেকটা বেলুনের মতো এবং এর লেজ দেখতে অনেকটা ছড়ানো উড়নার মত। এই জাতের গোল্ডফিশের দৈর্ঘ্যের কমপক্ষে দুই-তৃতীয়াংশ গভীরতা সহ স্থূল ও বেলুনের ন্যায় দেহ থাকে।
  • ভেইলটেইল গোল্ডফিশের দীর্ঘ, প্রবাহিত পুচ্ছ পাখনা (কডাল ফিন) গুলো খুবই সূক্ষ্ম এবং স্বচ্ছ হয় যাতে কোনও স্পষ্ট কাঁটা দাগ নেই। এদের লেজ তাদের দেহের দৈর্ঘ্যের কমপক্ষে তিন-চতুর্থাংশ পর্যন্ত লম্বা হয় তাদের পিঠের পাখনাগুলি একক, তবে অন্যান্য সমস্ত পাখনাগুলো জোড়ায় জোড়ায় থাকে।
  • ভেইলটেইল গোল্ডফিশ লাল বা কমলা, লাল এবং সাদা, বা ক্যালিকো রঙের হয়ে থাকে।
  • ভেইলটেইল গোল্ডফিশের জীবনকাল ১০-১৫ বছর হয় এবং সর্বোচ্চ ১০ ইঞ্চি পর্যন্ত হতে পারে।

দাম

ভেইলটেইল গোল্ডফিশের দাম জোড়াপ্রতি ৪০০-৬০০ টাকা।

কার্লড-গিল গোল্ডফিশ ( Curled gill Goldfish)

গোল্ডফিশের দাম
ছবিঃ কার্লড গিল গোল্ডফিশ
  • কার্লড-গিল গোল্ডফিশ হলো ফ্যান্সি গোল্ডফিশের একটি অস্বাভাবিক জাত যাদের কানকো উল্টানো থাকে।এই উল্টানো কানকোর জন্যই এর নামকরণ হয়েছে কার্লড গিল গোল্ডফিশ।
  • এই জাতের গোল্ডফিটি দেখতে অনেকটা রিউকিনের মতো।
  • কার্লড গিল গোল্ডফিশের চারদিকে লম্বা পাখনা এবং গভীরভাবে কাঁটাযুক্ত লেজ রয়েছে।এই জাতের গোল্ডফিশের রঙ সাধারণত ধাতব কমলা হয়।

দাম

কার্লড গিল গোল্ডফিশের দাম জোড়াপ্রতি ৪৫০-৫৫০ টাকা।

আরোও পড়ুনঃ একুরিয়ামের মাছের খাবার

এগ গোল্ডফিশ (Egg Goldfish)

গোল্ডফিশ চেনার উপায়
ছবিঃ এগ গোল্ডফিশ
  • এগ গোল্ডফিশ হল ডিম আকৃতির একটি ফ্যান্সি জাতের গোল্ডফিশ যাদের পৃষ্ঠীয় পাখনা নেই।এদের দেহ লম্বা হয়।
  • এগ গোল্ডফিশকে পমপম গোল্ডফিশ, লাইন হেড, বাবল আই এবং সেলেসটিয়াল গোল্ডফিশের এর পূর্বসূরি বলা হয়।

দাম

এগ গোল্ডফিশের দাম জোড়াপ্রতি ৪০০-৬০০ টাকা।

লায়নহেড গোল্ডফিশ ( Lionhead Goldfish)

গোল্ডফিশের দাম ও চেনার উপায়
ছবিঃ লায়নহেড গোল্ডফিশ
  • লায়নহেড গোল্ডফিশ হল একটি ডিম আকৃতির গোল্ডফিশ।
  • লায়নহেড গোল্ডফিশের দেহটি ছোট এবং চাপা; ডর্সাল ফিন না থাকলেও, কডাল ফিন এবং এনাল ফিন রয়েছে।
  • লায়নহেড গোল্ডফিশের রঙ কমলা; লাল, সাদা; লাল এবং সাদা; নীল; কালো; কালো এবং সাদা; কালো এবং লাল; এবং চকলেট রঙের মিশ্রণ হয়।
  • লায়নহেড গোল্ডফিশের গড় আয়ু ১০-১৫ বছর এবং পূর্ণবয়স্ক অবস্থায় ৫-১০ ইঞ্চি পর্যন্ত হয়।

দাম

লায়নহেড গোল্ডফিশের দাম জোড়াপ্রতি ৬০০-৭০০ টাকা।

রাঞ্চু গোল্ডফিশ ( Ranchu Goldfish)

গোল্ডফিশের দাম
ছবিঃ রাঞ্চু গোল্ডফিশ
  • রাঞ্চু গোল্ডফিশ পৃষ্ঠীশ পাখনাহীন ডিম্বাকৃতির একটি মাছ, যাদের মাথার উপরে রাস্পবেরি ফল আকৃতির ওয়েন জন্মায় যা তাদের চোখও ঢেকে দিতে পারে।
  • রাঞ্চু গোল্ডফিশের রঙবৈচিত্র্য অনেক বেশী হয় হয় এবং বেশীরভাগই দ্বি-রঙের হয় যেমনঃ লাল এবং সাদা; সোনালী এবং সাদার সংমিশ্রণ।
  • রাঞ্চু গোল্ডফিশ খুবই সামাজিক এবং শান্তিপূর্ণ মাছ।
  • রাঞ্চু গোল্ডফিশের গড় আয়ু ১০-১৫ বছর এবং আকারে ৫-৮ ইঞ্চি হয়।

দাম

রাঞ্চু গোল্ডফিশের দাম জোড়াপ্রতি ৬০০-৭০০ টাকা।

পম পম গোল্ডফিশ ( Pom Pom Goldfish)

গোল্ডফিশ চেনার উপায়
ছবিঃ পম পম গোল্ডফিশ
  • পম পম গোল্ডফিশের শরীর ও আকৃতি অনেকটা ওরান্ডা বা লায়নহেড গোল্ডফিশের মতো পার্থক্য শুধু পম পম গোল্ডফিশের নাকের মাংসল বৃদ্ধি হয় সামনের দিকে যা মুখের একটু নিচ পর্যন্ত ঝুলতে পারে।
  • এদের পৃষ্ঠীয় পাখনা থাকতে পারে বা নাও থাকতে পারে।পম পম গোল্ডফিশের রঙ রূপালী, কমলা, হলুদ, রূপোলি, কালো এবং সাদার সংমিশ্রণ হয়।
  • তুলনামূলক ধীর গতির এই গোল্ডফিশটি দেখতে সুন্দর, সামাজিক এবং বন্ধুত্বপূর্ণ।
  • পম পম গোল্ডফিশের জীবনকাল ১০-১৫+ বছর হয় এবং আকারে ৪-৬ ইঞ্চি পর্যন্ত হয়।

দাম

পম পম গোল্ডফিশের দাম জোড়াপ্রতি ৫০০-৬০০ টাকা।

সেলেস্টিয়াল আই গোল্ডফিশ ( Celestial Eye Goldfish)

গোল্ডফিশের দাম
ছবিঃ সেলেস্টিয়াল আই গোল্ডফিশ
  • অন্যান্য গোল্ডফিশের তুলনায় সেলেস্টিয়াল আই গোল্ডফিশের দেহের আকৃতি চাপা।
  • এই জাতের গোল্ডফিশে ডর্সাল ফিন না থাকলেও ডবল এনাল এবং কডাল ফিন থাকে।
  • সেলেস্টিয়াল গোল্ডফিস মূলত টেলিস্কোপ আই গোল্ডফিশের একটি প্রজাতি।
  • এদের চোখ সাদা পুতুলের ন্যায় যা শরীর থেকে কিছুটা বাইরের দিকে বেরিয়ে আসে।
  • সেলেস্টিয়াল আই গোল্ডফিশ সাদা, লাল; লাল এবং সাদা; কালো এবং ক্যালিকো রঙের মিশ্রণ হয়ে থাকে।
  • আইশগুলির একটি ধাতব চেহারা রয়েছে যা একুয়ারিয়ামের আলোর নীচে সুন্দরভাবে জ্বলজ্বল করে।
  • সেলেস্টিয়াল আই গোল্ডফিশের জীবনকাল ১০-১৫ বছর এবং আকারে মাত্র 6 ইঞ্চি পর্যন্ত বড় হবে।

দাম

সেলেস্টিয়াল আই গোল্ডফিশের দাম জোড়াপ্রতি ৩০০-৪০০ টাকা।

বাবল আই গোল্ডফিশ ( Bubble Eye Goldfish)

গোল্ডফিশ চেনার উপায়
ছবিঃ বাবল আই গোল্ডফিশ
  • বাবল আই গোল্ডফিশ একটি গোলাকার বা ডিম্বকৃতির গোল্ডফিশ যার চোখের নিচে বাবলের ন্যায় থলি থাকে।
  • এই থলিটি তরল দ্বারা পূর্ণ থাকে।
  • তাই এই জাতের গোল্ডফিশের একুরিয়ামে চোখা বা সূক্ষ্ম মাথাযুক্ত কিছু রাখা যাবেনা।
  • যদিও এই বাবল ফঁটো হলে নতুন বাবল গজায় কিন্তু আগেরটার সমান আকৃতির হয়না পাশাপাশি রোগ সংক্রমণের সু্যোগও থাকে।
  • বাবল আই গোল্ডফিশের ড্রসাল ফিন থাকলেও কডাল ও এনাল ফিন বিদ্যমান।
  • বাবল আই গোল্ডফিশে ধাতব আঁইশ থাকে এবং এর রঙ কমলা, লাল, কালো, নীল, চকোলেট বা ক্যালিকো এর সংমিশ্রণ হয়।
  • বাবল আই গোল্ডফিশের জীবনকাল ১০-১৫ বছর এবং লম্বায় ৫-৬ ইঞ্চি পর্যন্ত হয়।

দাম

বাবল আই গোল্ডফিশের দাম জোড়াপ্রতি ২৫০-৩০০ টাকা।

রেফারেন্স

ছবি- উইকিপিডিয়া

আরোও পড়ুন

Summary
গোল্ডফিশের দাম ও ছবিসহ চেনার উপায়'২২
Article Name
গোল্ডফিশের দাম ও ছবিসহ চেনার উপায়'২২
Description
বর্তমান সময়ে গোল্ডফিশের দাম ও চেনার উপায় জানুন ছবিসহ কেননা বর্তমান বাংলাদেশে গোল্ডফিশের প্রায় ২৫-৩০ টি জাত পাওয়া যায় যার প্রতিটিই ভিন্ন।
Author
Publisher Name
Animalia BD
Publisher Logo

Leave a Comment

Fast & Free Delivery
Safe & Secure Payment
100% Money Back Guarantee
X